এবারের বিপিএলে সত্যিকারের অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলের প্রায় প্রতিটি জয়েই রেখেছেন বড় অবদান। আজ বিপিএলের বাঁচা-মরার লড়াইয়েও মাহমুদউল্লাহ জ্বলে উঠেছেন দারুণভাবে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ছয় উইকেটের জয়। দাপুটে এই জয় দিয়ে বিপিএলের পরবর্তী রাউন্ডও নিশ্চিত করে ফেলেছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস।
ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের এই শেষ ম্যাচ হারলেই বিদায় নিতে হতো খুলনাকে। জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নেমেছিল মাহমুদউল্লাহর দল। আর সেই লড়াইয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। মাহমুদউল্লাহর ৫০ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে খুলনা। উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। দ্বিতীয় ওভারেই হারিয়েছিল ওপেনার আন্দ্রে ফ্লেচারের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন আরেক ওপেনার হাসানুজ্জামান ও আবদুল মজিদ। নবম ওভারে হাসানুজ্জামান ফিরে যান ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিশ্চিত করে ফেলেন দলের জয়। ১৮তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ যখন আউট হয়েছেন, তখন জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। সেটুকু নির্বিঘ্নেই সংগ্রহ করে ফেলেছেন বেনি হাওয়েল ও নিকোলাস পোরান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৫৯, মোসাদ্দেক হোসেন সৈকতের ২০, মেহেদী মারুফের ১৬ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছিল ঢাকা ডায়নামাইটস।
আজকের এই জয়ের ফলে খুলনা চলে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানের দখল আগে থেকেই ছিল ঢাকার কাছে। শেষ চারের বাকি দুটি দল চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ ১২ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্সের ঘরেও জমা হয়েছে ১২ পয়েন্ট। তবে রানরেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হলো রংপুরকে।