সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় নাগরিকদের
হাতে বাংলাদেশী নাগরিক বশির মিয়া (৩৩) কে পিঠিয়ে হত্যা
করার পর দু-দিন পার হলেও লাশ ফেরৎ দেয় নি বিএসএফ। এবিষয়ে
বিজিবি বার বার বিএসএফ এর সাথে যোগাযোগ করলেও কোন
সুরাহা হচ্ছে না। এদিকে নিহতের পরিবার উৎবেগ আর উৎকণ্ঠার
মধ্যে সীমান্ত এলাকায় লাশ ফেরৎ পাবার আমায় অপেক্ষার প্রহর
গোনছে। জানাযায়,গতকাল রবিবার দিন গত রাত ২টার সময়
উপজেলা সীমান্তে চুর সন্দেহে ভারতীয় নাগরিকরা বাংলাদেশী
নাগরিক বশির মিয়া (৩৩) কে পিঠিয়ে হত্যা করে। নিহত বশির
মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈলী গ্রামের মৃত শুক্কুর
আলীর ছেলে। নিহতের পরিবারের লোকজন ও আতœীয় স্বজনরা বড়ছড়া
(ভারতীয় সীমান্ত ক্যাম্পে) গিয়ে লাশ সনাক্ত করে ফিরে আসে। এ খবর
সকালে সোমবার প্রকাশ পাওয়ার পর পর সীমান্ত এলাকায় উত্তেজনা
বিরাজ এখনো বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা
জানাযায়,গতকাল রবিবার দিন গত রাত ২টার সময় কাজের সন্ধ্যানে
বশির মিয়া বাংলাদেশের সীমান্ত এলাকা পাড় হয়ে ভারত সীমান্তে
অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে চুর সন্ধেহ করে ভারতীয় নাগরিকগন
বেধরক মারপিট করলে সেখানেই বশির মিয়া মারা যায়। সুনামগঞ্জ
২৮ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর মাহবুব
আলম জানান,ভারতীয় বিএসএফ এর সাথে আমাদের প্রতি মুহুর্তে
যোগাযোগ করা হচ্ছে তারা আমাদের জানিয়েছে পোষ্টমর্টেমের
পর পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বশিরের লাশ আমাদের কাছে
হস্তান্তর করবে।