নাটোরে অপহরনের পর নিহত তিন যুবলীগ নেতা-কর্মীর জানাযা
শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে যুবলীগ কর্মী হত্যাকারীদের ৩
দিনের মধ্যে আটক করতে না পারলে উত্তরাঞ্চল অচল করে দেয়ার ঘোষনা
দিয়ে আল্টিমেটাম দিয়েছে নাটোর সদর আসনের সংসদ সদস্য
শফিকুল ইসলাম শিমুল । তিনি আরো বলেন,এর সঙ্গে দলের বা
প্রতিপক্ষ কিংবা প্রশাসনের কেউ জড়িত থাকলেও তা খুঁজে বের
করতে হবে। এর সাথে যেই জড়িত হোক তাদের খুঁজে বের করে
নাটোরের মাটিতেই বিচার করা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার কাছে আমরা দেখা করে এর কারণ উদঘাটনের আহবান
করেছি তিনিও এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। মঙ্গলবার
সকালে শহরের কানাইখালী স্টেডিয়ামে নিহত ৩ যুবলীগ কর্মীর
জানাযা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালী মাঠে
তিনজনের এক সঙ্গে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নাটোর সদর
আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামীলীগ
যুবলীগের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানাযায়
নিহতের আত্বীয় স্বজন ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ
গ্রহন করেন।
জানাযায় যুবলীগের পক্ষ থেকে পৌর যুবলীলীগের আহবায়ক সায়েম
হোসেন উজ্জল তিনজনের হত্যাকান্ডের কারণ উৎঘাটনে স্থানীয়
প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় উত্তরাঞ্চল অচল করে
দেওয়ার ঘোষনা দেওয়া হয়। জানাযা শেষে নাটোর শহরের গাড়ীখানা
কবর স্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
উল্লেখঃ- গত ৩ ডিসেম্বর যুবলীগকর্মী সাব্বির, আব্দুল্লাহ ও
সোহাগকে সদর উপজেলার তোকিয়া থেকে র্যাব পরিচয়ে দুইটি
মাইক্রোবাসে তুলে রাজশাহীর দিকে নেয়া হয়।পরে (৫-ডিসেম্বর)
সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তাদেও গুলিবিদ্ধ
লাশ পাওয়া যায়।