তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দেয়ার আগে সংবিধানের ১১৮ ধারা মোতাবেক নিবন্ধনকৃত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি।
বর্তমান কমিশনের মেয়াদ আসছে ফেব্রুয়ারি মাসে শেষ হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১২ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন।
এদিকে বিএনপি মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কিত তাদের প্রস্তাব বঙ্গভবনে হস্তান্তর করেছে।
বিএনপি’র ভাইস চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের প্রস্তাব বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারি সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. মইনুর রহমানের হাতে তুলে দেন।