ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ মেহেরা খাতুন
(৩৮) নামের আরো একজন মারা গেছেন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসক
পার্থ শঙ্কর পাল বলেন, মেহেরা খাতুনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ছাড়া আগুনে তার খাদ্যনালিও গুরুতর
ভাবে দগ্ধ হয়েছিলো। তিনি বলেন, আরো ১২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
গত ২২ নভেম্বর ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার
কারখানায় আগুন লাগলে, সেখানে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা
হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এর পর কয়েক দিনের ব্যবধানে মারা যান আঁখি, রকি,
মাহমুদা, সখিনা। উক্ত মেহেরাসহ এ পর্যন্ত মৃত্যুও সংখ্যা দাঁড়ালো মোট ৫ জন।