নাটোরের লালপুরে জাতীয় বিদ্যুৎও জ্বালানি সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে নাটোর পল্লী
বিদ্যুৎ সমিতি -২ এর লালপুর সাব জোনাল অফিস থেকে বর্ণাঢ্য র্যালী বের
হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে । এসময় র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান হারুণর রশিদ পাপ্পু,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু তাহির, লালপুর থানার
অফিসার ইনর্চাজ (ওসি) আবু ও বায়েদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর
লালপুর জোনাল অফিসের জিডিএম গোলাম মর্তুজা, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন (ঝুলফু), সাধারণ সম্পাদক
ইসাহাক আলী, লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের এ,জি,এম (ও,এন্ড.এম) মোতাহার
হোসেন প্রমুখ । এসময় নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন ।