লুই আই কানের করা জাতীয় সংসদের নকশা পাকিস্তানের জাতীয় পতাকার আদলে করা এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেন, পাকিস্তানের পতাকা রক্ষা করতেই কি সরকার মূল নকশা প্রতিস্থাপন করতে চায়?
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘লুই কান নকশা তৈরি করবেন, নকশার ভিত্তি কী হবে। কোন থিমের ওপরে নকশা হবে। থিমটি হলো পাকিস্তানের পতাকার ওপর ভিত্তি করে এই আইয়ুবনগর তৈরি হবে। কার নকশাকে রক্ষা করতে চাচ্ছেন? এই পাকিস্তান রক্ষা করতেই কি আপনারা সব স্থাপনাকে তুলে ফেলতে চান? এই প্রশ্নের জবাব তো দিতে হবে বন্ধুগণ। এই প্রশ্নের অবশ্যই জবাব দিতে হবে।’
এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবে সাড়া দেওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ লোক দেখানো হবে না। ভোটাধিকারকে ফিরিয়ে আনতে ছাত্র-তরুণদের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদকে জিজ্ঞাসা করেন, তিনি তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাঁর ঘাড়ে বহন করে কার লাশ এই শেরে বাংলা নগরে দাফন করা হয়েছিল? লাশ নাই, বুলডোজার দিয়ে এটা ভেঙে ফেলবেন। শহীদ জিয়াউর রহমানের মাজারে যদি হাত দেন, তাহলে হাত আগুনে দেওয়া হবে। আগুন আপনাদের হাতকে পুড়িয়ে ছারখার করে দেবে।’
শেরে বাংলা নগর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্র ফিরে এসেছিল তা বর্তমান সরকার আবারও নির্বাসেন পাঠিয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরোনোর জন্যই লুই আই কানের করা জাতীয় সংসদের মূল নকশায় ফিরে যাওয়ার কথা বলছে সরকার- এমন অভিযোগ করেন তাঁরা।