যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প টাইম সাময়িকীর জরিপে ২০১৬ সালের সেরা ব্যক্তিত্ব (পারসন অব দ্য ইয়ার) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে জয় পান ট্রাম্প।
সাময়িকীটির সংক্ষিপ্ত তালিকায় হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও নাম ছিল।
এ বিষয়ে ট্রাম্প এনবিসিকে বলেন, এটা একটা বড় সম্মান। যা তাঁর কাছে অনেক কিছু।
টাইমের সম্পাদক ন্যান্সি গিবস বলেন, ট্রাম্পকে সরাসরি নির্বাচিত করা হয়। পছন্দের তালিকায় হিলারি ক্লিনটন ছিল দ্বিতীয়।
সাময়িকীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়মকানুন নতুন করে এঁকেছেন ট্রাম্প।
এ ছাড়া ওই তালিকায় যুক্তরাজ্যের ইনডিপেনডেন্স পার্টির সাবেক নেতা নাইজেল ফারাজেরও নাম ছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার প্রচারাভিযানে সফল ভূমিকার জন্য তালিকায় তাঁর নাম যুক্ত করা হয়।
টাইমসের তালিকায় অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়ী জিমন্যাস্ট সাইমন বাইলস, গায়ক বেয়ন্স নোলস এবং ফেসবুকের প্র্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নামও রয়েছে।
টাইম সাময়িকী এ বিষয়ে পাঠকদের ভোট দেওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু সম্পাদকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।