গাজীপুরের শ্রীপুর উপজেলায় নয়নপুর এলাকার কনফিডেন্স নিটওয়্যার কারখানায় আজ শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে।
আগুন নেভাতে গিয়ে দুজন শ্রমিক আহত হয়েছেন। তাদের একজন সোহরাব (৩৪) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার তিনতলা ভবনের নিচতলায় ফিনিশড গুডস এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব জনবল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. জিহাদ মিয়া আরো জানান, তিনতলা ভবনের নিচতলার এ গুদামে রপ্তানির অপেক্ষায় উৎপাদিত পণ্য রাখা হয়েছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।