আগামী ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগই নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকালে রাজধানীতে বিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এসময় সহিংসতাকারীদের জনগণ ভোট দেবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
মোহম্মাদ নাসিম বলেন, ‘তাদের হাতে এই দেশকে দেওয়া যাবে না। তারা একাত্তরের ঘাতকদের রক্ষা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছে, শ্রমিকদের হত্যা করেছে রোজার মাসে। তাদের হাতে এই দেশ দেওয়া যাবে না। এই দেশ দিতে হবে, বাংলার গরীব মেহনতি মানুষের বন্ধু শেখ হাসিনার হাতে। তার হাতেই এই দেশ নিরাপদ থাকবে।