সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার ভারতীয় মদ সহ প্রান কৃষ্ণ দাস
(৩৫) কে গেস্খফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী
উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মতিলাল দাসের
ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,আজ শনিবার বিকাল ৫টার
সময় উপজেলার হরিনগর গ্রামের পাশের্^ বাতানের হাওর থেকে
গোপন সংবাদের বিত্তিতে এস আই জয়নাল আবেদীন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিজান চালিয়ে ১০বোতল ভারতীয় অফিসার চয়েস
মদসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এস আই জয়নাল আবেদীন
বাদী হয়ে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায়
মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭। জামালগঞ্জ থানার ওসি
এঘটনার সত্যতা নিশ্চিত করেন।