ক্রীড়া প্রতিবেদক:
ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে। মাঝখানে আর কয়েকদিন বাকি, এরপরই শুরু হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজ। একটি ভিন্ন কন্ডিশনে কিউইদের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে তা নিয়ে শুরু হয়ে গেছে জোর আলোচনা। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও মনে করেন, নিউজিল্যান্ডের মাটিতে ভালো কিছু করা মোটেও সহজ হবে না। বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হবে আসন্ন এই সিরিজ।
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।
সিরিজটা কঠিন হবে মনে করলেও সাফল্যে আশাবাদী সাকিব। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে একটা ভিন্ন কন্ডিশনে আমরা এই সিরিজ খেলতে যাচ্ছি। তাই নিউজিল্যান্ডে এই সিরিজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তাই বলে দল খারাপ করব তা আমি বলছি না। ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব হতেও পারে।’
তবে এর জন্য শুরুটা ভালো করতে হবে বলে মনে করে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘এই সিরিজে আমাদের যে কাজটি করতে হবে, শুরুটা ভালো করতে হবে। শুরুটা ভালো হলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। পরবর্তীতে ভালো করা সহজ হবে।’
তাই সিডনিতে কন্ডিশনিং ক্যাম্পটা বেশ কাজে আসবে বলে বিশ্বাস সাকিবের। এ সম্পর্কে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে সিডনিতে আমাদের যে ক্যাম্প হবে, এটি আমাদের জন্য খুবই কাজে আসবে। কন্ডিশনের সঙ্গে অনেকটাই মনিয়ে নিতে পারব। কারণ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে কিছুটা মিল রয়েছে।’
এই সিরিজে অংশ নিতে দুই ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার মুশফিকুর রহিমের নেতৃত্বে প্রথম বহরটি ঢাকা ছেড়ে যায়। আজ রাত সাড়ে ১০টায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দ্বিতীয় বহরটির দেশ ত্যাগ করার কথা।