খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলা
সীমান্তবর্তী মাদ্রাসাঘাট নামক স্থানে একটি
যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজ ছাত্র সহ তিনজন নিহত
হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সন্থ্যায়
উপজেলার বিভিন্ন এলাকায়। প্রত্যাক্ষ্যদর্শীর বরাত দিয়ে
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচাজ আব্দুল
মান্নান ফারাজী ও মডেল থানার এসআই বিধান চন্দ্র রায়
জানান, গতকাল রোববার নিহতরা উক্ত স্থানে সড়কের পাশে
দাড়িয়ে থাকা অবস্থায় রূপসা থেকে ছেড়ে আসা
মোল্লাহাটগামী একটি দ্রুতগামী লোকাল বাস অপর
একটি বাসের পাশ কাটিয়ে উঠার সময় সাজরে ধাক্কা
দিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আট্টাকী গ্রামের
মোঃ নজরুল ইসলাম শেখ এর পুত্র ও ফকিরহাট কাজি
আজাহার আলী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ইমরান
শেখ (২২) ও গাওলা এলাকার মূতঃ জাতব চন্দ্র রায়ের পুত্র চিত্ত
রঞ্জন রায় (৮০)। পুলিশ ঘাতক বাসটি-কে আটক করতে
পারেনী। অপরদিকে, ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া
গ্রামের শেখ সৈয়দ আলীর পুত্র শেখ সোহাগ হাসান বাবু
(৩০) শনিবার রাতে ফলতিতা গোদাড়া গেট নামক স্থানে
মটরসাইকেল দুর্ঘটনায় মূত্যু বরন করেছেন। তিনি
শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হলে তাকে
খুমেকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য
ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে
উপজেলা আওয়ামী-লীগের সভাপতি স্বপন দাশ সহ বিভিন্ন
নেতৃবৃন্দরা তার বাড়িতে ছুটে যান। এঘটনায় উক্ত
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরিপোট লেখা
পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোন মামলা দায়ের হয়নী।