দিনাজপুরের ফুলবাড়ীতে গোপনে রোপন করে চাষাবাদ করা ৯ফুট গাঁজার গাছ
গত শনিবার রাতে জব্দ করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, গোপন সূত্রে
খবর পেয়ে এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ দল উপজেলার বেতদীঘি
ইউনিয়নের চিন্তামন মাহালীপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই
গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে সাইফুল ইসলামের গোপনে চাষাবাদ করা ৯ফুট
উচ্চতার দেড় কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। যার আনুমানিক
মূল্য সাড়ে ৭হাজার টাকা। তবে গাঁজার গাছ চাষাবাদকারি সাইফুল ইসলাম
পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা রুজু
করা হয়েছে।