মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর ব্যুরো প্রধান ॥
নাটোরের লালপুর উপজেলার শেষ সিমানা লালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়ার
চন্ডিপুর নামক স্থানে প্রবেশ দ্বারের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা
প্রশাসক মোছাঃ শাহিনা খাতুন। পাশাপাশি দন্ডায়মান তিনটি আখ
গাছের প্রতিকৃতি সড়কের ধারে নির্মাণ করে আখ চাষে সমৃদ্ধ লালপুরে
প্রবেশের নির্দেশনা দিয়ে স্বাগত জানানো হয়েছে।
প্রবেশদ্বার উন্মোচন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
নজরুল ইসলাম, ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান, ওয়ালিয়া ভূমি
অফিসের নায়েব এসকেন্দার আলী প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপ) প্রকল্পের আওতায় ৭ লাখ ৭৫ হাজার
৪০০ টাকা চুক্তি মূল্যে উপজেলা প্রবেশ দ্বার নির্মন করা হয়।