ঢাকা: দেশের সকল কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কারা কর্তৃপক্ষ। আজ শুক্রবার রাত থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেছেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই রেড অ্যালার্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেড অ্যালার্ট জারি অবস্থায় কারাগারে থাকা বন্দীদের খাবার, কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শনার্থীরা তল্লাশির পর বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।