সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক কামিজ পরা যুবতীর (২৩) লাশ উদ্ধার করেছে
থানা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২ টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের
ব্রীজ এলাকার ধান ক্ষেতের ভাদিগাড়ী থেকে মৃতদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টায় সিংড়া উপজেলা রামানন্দ
খাজুরিয়া ইউনিয়নের বাঁশের ব্রীজ এলাকার ভাদিগাড়ী নামক এলাকায়
একটি অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে
পুলিশ ঘটস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে
প্রেরণ করে। পুলিশের ধারণা কে বা কাহারা হত্যা করে মৃতদেহ ফেলে রেখে
গিয়েছে।
ওই জমির মালিক কৃষক বাবু মিয়া সহ অনেকে জানান, মেয়েটি
অপরিচিত কেউ তাকে চিনতে পারছে না। তবে এটি হত্যাকান্ড বলে তাদের
ধারণা।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। অজ্ঞাত লাশের সনাক্তে বিভিন্ন থানায় মেসেজ পাঠানো
হয়েছে।