মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান॥
শুক্রবার বিকেলে সামাজিক দ্বায়বদ্ধতার আওতায় এস .আলম ষ্টিল মিলস লি; এর
অর্থায়নে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ী গ্রামের
মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ৩য় তলা ভবেনের শুভ
উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গর্ভণর মি: এস.কে. সুর
চৌধুরী । লালপুর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়াক সম্পাদক
মোস্তাফিজুল আলমের উপস্থাপনায় ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার
সভাপতি নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুর রউফ এর
সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস এর
ব্যাবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ, ফাষ্ট সিকিউরিটি ইসলামী
ব্যাংক ধুপইল শাখার ম্যানেজার নুরুল ইসলাম, ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান
আনিছুর রহমান(মাষ্টার), সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার মৃধা,
ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(ভারপাপ্ত) আক্তারুজামান।
ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রাকিব
হোসেন, লোকমানপুর কলেজের অধ্যক্ষ ফারুক বিশ্বাস,রাজশাহী কৃষি উন্নয়ন
ব্যাংক ওয়ালিয়া শাখার ম্যানেজার গোলাম কবির সিদ্দক সহ অত্র এলাকার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অত্র (লালপুর-বাগাতিপাড়ার)
থানার মুক্তিযোদ্ধা ও মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও সুধিসমাজ উপস্থিত
ছিলেন