মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান॥
নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর পদ্মার চর এলাকায় একটি মোটরের ক্ষেত থেকে
রোববার (২৫ ডিসেম্বর) সকালে জালাল উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে
পুলিশ। সে উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং পাবনা এডওয়ার্ড কলেজের
এম কম এর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীরা জানায় লালপুর বাজারে একটি দোকান দিয়ে পান বিক্রির পাশাপাশি
কলেজের ছাত্রদেরদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াতো জালাল। শনিবার রাতের কোন
এক সময় উপজেলার দক্ষিন লালপুর এলাকার পদ্মার চরে জালালের মাথা গলা পর্যন্ত মাটিতে
পুতে রাখে দুর্বৃত্ত্বরা। সকালে জালালের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।