মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান॥
বিএনপির চেয়ারপারসোন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক ক্রীড়া
প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুর পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে
বিএনপির দায়িত্ব কাঁধে নেওয়ার ঘোষনা দিলেন তার স্ত্রী মীরপুর গার্লস আইডিয়াল
কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। রোববার বিকেলে বাগাতিপাড়ার
পেড়াবাড়িয়া মাদরাসায় উপজেলা বিএনপির কর্মী সভায় তিনি এ ঘোষনা দেন। সভায়
উপজেলা বিএনপির সভাপতি মেয়র মোশাররফ হোসেন সভাপতিত্বে কামরুন্নাহার শিরিন
বলেন, তার স্বামী ফজলুর রহমান পটলের ৪৩ বছর রাজনৈতিক জীবন শেষে মৃত্যুর পর লালপুর-
বাগাতিপাড়ায় নেতা শূণ্য হয়ে পড়ারেছে তিনি শূন্যতা পুরণ করতে চান এবং স্বামীর
আদর্শে অনুপ্রাণিত হয়ে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই । বর্তমানে
তিনি লালপুর উপজেলার বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। সভায় লালপুর বিএনপির
সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু,
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর
রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন নাটোরের পার্শ¦বর্তী পাবনার
ঈশ্বরদীর পাকশী এলাকায় ১৯৫০ সালে জন্ম গ্রহন করেন এবং ১৯৭৩ সালে লালপুরের
গৌরিপুর গ্রামে বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সাথে তার বিয়ে হয়। তিনি
ইতোপুর্বে মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে চাকুরী শেষে ২০১০
সালের ৮সেপ্টেম্বর অবসরে যান। তার এই ঘোষণায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)
আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।