দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকায় ওই ভূমিকস্প অনুভূত হয়। পরে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, চিলির দক্ষিণাঞ্চলের শহর পুয়ের্তো মন্টের ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্প অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
ভূমিকম্পের পর ইউএসভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।