ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে মোস্তফা কামালের
ঘর-বাড়ী ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার মোস্তফা কামলের স্ত্রী আনোয়ারা বেগম বাদী
হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সিনিয়র
জুডিসিয়াল আদালতে এ মামলা দায়ের করেন।
মালরার আসামীরা হলেন: ভানোর গ্রামের মৃত ফরমান আলী ছেলে
মফিজ উদ্দীন(৫৩), মৃত খইটু মোহাম্মদের ছেলে নজরুল
ইসলাম(৪৫), মফিজ উদ্দিন ছেলে মুক্তার আলী(২৯),মেয়ে
হানিফা(২২), মৃত-ফরমান আলীর ছেলে কাফিল উদ্দিন(৪৫),মৃত-
শবরাতু মোহাম্মদের ছেলে মনির উদ্দিন(৫৫),তার স্ত্রী আলিয়া
খাতুন(৪০),মৃত- খরশেদ আলীর ছেলে মজির উদ্দিন(৫০),মজির
উদ্দিনের ছেলে মিস্টার আলী(২০),কাফিল উদ্দিনের ছেলে মাজেদ
আলী(২৮),কেচকু মোহাম্মদের ছেলে মনসুর আলী(২৭), দুরগতি
মোহাম্মদের ছেলে ইসরাইল(২৫),হাফিজ উদ্দিনের ছেলে
তজিবর(২৭)।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মৃত ফরমান আলীর ছেলে
মোফিজ উদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোস্তফা কামলের
বাড়িতে হামলা চালায় । এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা কামাল
ও তার স্ত্রীকে আনোয়ারাকে মারপিট করে এবং ঘরের আসবাবপত্র
ভাংচুর করে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পরে
স্থানীয়রা এসে আহত অবস্থা কামলা ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।