সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আ,লীগের
বিদ্রোহী প্রার্থী সুনামগঞ্জ জেলা আ,লীগের সাবেক সাধারন
সম্পাদক নুরুল হুদা মুকুট। তার প্রাপ্ত ভোট ৭৯৩ তার নিকটতম
প্রতিদন্ধী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এনামুল
কবির ইমনের প্রাপ্ত ভোট ৪১৬। নুরুল হুদা মুকুট ৩৭৭ ভোট বেশি
পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ায় জেলা
আ,লীগের নেতার্কমী ও সর্ব স্থরের জনসাধারনের উদ্যোগে বিজয়
মিছিল বের করেছে। মিছিল টি জেলা বিভিন্ন গুরুত্বর্পূন সড়ক
প্রদক্ষিন করে।