আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এ মাসেই আলোচনার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সময় হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।
মন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা ভালো। অর্থনৈতিক প্রবাহ ভালো। ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করছেন তিনি।
প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহ কমছে কেন, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। তাই রেমিট্যান্স কিছুটা কমেছে।
ব্রিফিংয়ের আগে অর্থমন্ত্রী সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ করেন। গত অর্থবছরে লভ্যাংশ হয়েছে ৩০ কোটি টাকা। এর আগের বছরে লভ্যাংশ হয়েছিল ২৫ কোটি টাকা।