মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান :
সারা দেশের ন্যায় এই প্রথমবারের মতো নাটোরে জেলা পরিষদ নির্বাচন
অনুষ্ঠিত হয় । বুধবার সকাল ৯ টা থেকে থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত
জেলার ১১টি কেন্দ্রের ২২টি কক্ষে একযোগে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত
হয়। অবাদ,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নাটোর জেলা পরিষদ
নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন প্রার্থী এবং ২টি সংরক্ষিত
ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে সাধারন সদস্য
পদে বিজয়ীরা হলেন, ৪নং ওর্য়াডের মোস্তাফিজুর রহমান (তালা প্রতীক )
২৭ ভোট, ৫নং ওর্য়াডে রঈস উদ্দিন রুবেল (তালা প্রতীক ) ৪০ ভোট, ৬নং
ওর্য়াডে শফিউল আযম স্বপন ( বৈদ্যুতিক পাখা প্রতিক ) ২০ ভোট, ৭নং
ওর্য়াডে আলি আকবর (টিউবয়েল প্রতীক ) ২৯ ভোট, ৮নং ওর্য়াডে লুৎফর
রহমান হিরা (ঘুড়ি প্রতীক ) ২২ ভোট, ৯নং ওর্য়াডে সরকার মেহেদী হাসান
(হাতি প্রতীক ) ৩০ ভোট, ১০নং ওর্য়াডে আবুল কালাম আজাদ জোয়াদ্দার
(তালা প্রতীক ) ২২ ভোট, ১১নং ওর্য়াডে আবু বক্কর সিদ্দিকি (হাতি
প্রতীক) ৩৭ ভোট, ১৩নং ওর্য়াডে হাসানুর রহমান বিপ্লব (তালা প্রতীক) ১৮
ভোট ও ১৪নং ওর্য়াডে আব্দুল্লাহেল সাফী (টুকু) (টিউবয়েল প্রতীক) ৩৯
ভোট। অপরদিকে সংরক্ষিত নারী আসনের ৩নং ওর্য়াডে শেফালী আক্তার বিজলী
(ফুটবল প্রতীক) ৬৪ ভোট ও ৪নং ওর্য়াডে মৌটুসি আক্তার (টেবিল ঘড়ি
প্রতীক) ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নি অফিসার ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এই
তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবাধ, সুষ্ঠ, সুন্দর এবং নিরপেক্ষ
নির্বাচন ও করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
আইনশ্ধৃসঢ়;খংলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৮ জন ম্যাজিস্ট্রেট, ৬০জন
বর্ডারগার্ড (বিজিবি), ৫০জন র্যাব সদস্য ও ৪৪৬ জন পুলিশ সদস্য
নিয়োজিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৮৬
জন। এর মধ্যে পুরুষ ৪৪৮জন এবং মহিলা ১৩৮ জন। জেলার ৭টি উপজেলার মধ্যে
সিংড়া উপজেলা বাদে বাকি ৬টি উপজেলার ৯টি সাধারণ ওয়ার্ডে এবং
২টি সংরক্ষিত ওয়ার্ডে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, নির্বাচনে চেয়ারম্যান
পদে একজন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন
প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে সাধারণ সদস্য পদে ৩ জন
প্রত্যাহার করেন এবং ৪ জনের মনোয়নপত্র বাতিলও বিনাপ্রতিদ্বন্দিতায় ৬ জন
নির্বাচিত হন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে একটি বাতিল ও ৩ জন বিনা
প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তারা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ
মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান
খান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে অ্যাডভোকেট মানষী মৈত্র,
২নং ওয়ার্ডে আঞ্জুয়ারা পারভীন ও ৫নং ওয়ার্ডে ফরিদা পারভীন। অপরদিকে
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সালাউদ্দিন, ২নং ওয়ার্ডে রায়হান কবির,
৩নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৭নং ওয়ার্ডে আলী আকবর, ১২নং ওয়ার্ডে
বদিউর রহমান এবং ১৫নং ওয়ার্ডে মতিউর রহমান।