মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- জেএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না হওয়ায় দিনাজপুরে শাবনুর বেগম (১৩) নামে এক পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শাবনুর দিনাজপুর শহরের রাজবাড়ী মাস্টারপাড়া এলাকার জাহিদুর রহমানের কন্যা এবং শহরের ক্রিসেন্ট কিন্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) প্রকাশিত পরীক্ষার ফলাফলে তার কাংখিত ফল না হওয়ায় ওই দিন সন্ধ্যায় সে ঘরের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাবনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিপ্লব জানান, কোন অভিযোগ না থাকায় পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।