প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রীসহ এক গৃহবধূর মৃত্যু
ঘটেছে। ঘটনাটি ঘটেছে ও গত বৃহস্পতিবার রাতে।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের
চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে বাইসাইকেল আরোহী সুইটি
আক্তারকে (১৪) (ঢাকা-মেট্রো- ট-১৬- ১৬৮০) ট্রাক পাচা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু
ঘটে। সুইটি আক্তার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের সাদেকুর
রহমানের মেয়ে এবং বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ
ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
চালক ও হেলপারের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী প্রায় দুইঘন্টা সড়ক অবরোধ
করে রাখে। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ও চিরিরবন্দর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমের হস্তক্ষেপে এলাকাবাসী
অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, নিহত ছাত্রীর
পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার
মোস্তফাপুর গ্রামে আইরিন পারভিন (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে। আইরিন পারভিন একই গ্রামের মজির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা বলেন, বাল্য বিয়ে হওয়ার কারণে আইরিন পারভিন মানসিক
ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে সে স্বামীর বাড়ি থেকে পালিয়ে পিতার
বাড়িতে অবস্থান করছিল।