নিজস্ব প্রতিবেদক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিককে বহিষ্কার করবে না। এর আগে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে বারাক ওবামার প্রশাসন।
কয়েক ঘণ্টা আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে রাশিয়াও ৩৫ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মার্কিন দূতাবাস ভবন বন্ধ করারও পরামর্শ দেবে বলেও জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ টেলিভিশনে বলেন, ‘মস্কোতে মার্কিন দূতাবাসের ৩১ কর্মচারী এবং সেন্ট পিটার্সবার্গের মার্কিন কনস্যুলেটের চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করতে প্রেসিডেন্টকে (ভ্লাদিমির পুতিন) অনুরোধ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।’
তবে পুতিন বলেন, তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেবেন না এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি সে দেশের প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করবেন।
পুতিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক বলে, ‘আমরা আমেরিকান কূটনীতিকদের কোনো সমস্যায় ফেলব না। আমরা কাউকে ফেরত পাঠাব না। নতুন বছরের ছুটি কাটাতে আমরা তাঁদের পরিবার এংব শিশুদের নিষেধ করব না।’
পুতিন আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার ইচ্ছা আছে রাশিয়ার। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নীতির ভিত্তিতে মার্কিন-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপন করা হবে।’
ওয়াশিংটনে রাশিয়ার ৩৫ কূটনীতিককে অবাঞ্ছিত করে তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘বহিষ্কার করা ৩৫ রুশ কূটনীতিক ছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা চর।’ একই সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ ও এফএসবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।