মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাল্য বিবাহ এবং মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই
এই স্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া সদরের বৃন্দাবণপাড়ার মায়ের দোয়া ছাত্রাবাস সংলগ্ন ওরা ১৬ জন
আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শনিবার (৩১ডিসেম্বর) রাত ৯.০০ ঘটিকা থেকে শুরু হলো ফাইনাল
খেলা। বাংলাদেশ মানবাধীকার কমিশন, বগুড়া জেলা কমিটি অর্থ সম্পাদক- আলহাজ্ব মোঃ মখলেছুর রহমান
সভাপতিত্বে অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি-
আল রাজী জুয়েল (উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক) বগুড়া জেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথিঃ
মোমিনুর ইসলাম (রকি)- যুগ্ম আহবায়ক ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগ, ও তাজমিলুর রহমান (তমাল)-
সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রলীগ। আরও উপস্থিতি ছিলেন, আলতাব হোসেন, সজল প্রাং (ডিগার)
ও অন্যান্য সদস্যরা। উক্ত খেলার সার্বিক সহযোগিতা ও পরিচালনা করে ইকরামুল হক, সাদ্দাম হোসেন,
নাজিউর রহমান, শিমুল, আলম, রোকন, সুমন, শিশির, রাকিব, সাগর, শাপলা, মাসুদ সহ
অনেকে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সর্বমোট ০৮টি দল অংশ করেন। এই আটটি দল এর মধ্যে নজরকাড়া
পারফরম্যান্স দেখিয়ে ০১টি দলকে বিজয়ী ঘোষণা করে হৃদয় ও অপুকে চাম্পিয়ন হিসাবে পুরষ্কার বিতরণ
করা হয়। সবাইকে নতুন বছর এর শুভচ্ছো জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।