এনডিটিভি:
তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে চলছিল নববর্ষ উদযাপন। নতুন বছর বরণের আনন্দে মেতে ছিলেন অন্তত ৭০০ মানুষ। এমনই সময় সেখানে হামলা চালায় এক দুর্বৃত্ত। নির্মমভাবে গুলি চালাতে থাকে ক্লাবটিতে অবস্থানরত লোকজনের ওপরে। গুলিতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬৯ জন। এ সময় গুলি থেকে বাঁচতে আতঙ্কে অনেকেই ঝাঁপিয়ে পড়েন বসফরাস প্রণালির পানিতে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে এ হামলা চালানো হয়। ক্লাবটি বসফরাস প্রণালির কাছে। প্রণালিটি এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে।
ইস্তাম্বুল শহরের গভর্নর ভাসিপ সাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কমকর্তা রয়েছেন। এটি একটি সন্ত্রাসী হামলা।
সাহিন বলেন, ‘দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল। সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।’
বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইস্তাম্বুলে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল।