নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাফরুল থানা এলাকার পূর্ব শেওড়াপাড়া এলাকায় জেএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শাহিদা আক্তার মুন্নি (১৬)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।
আজ রোববার সকালে তার আত্মহত্যার বিষয়টি জানিয়েছেন কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হোসনে আফরোজ।
নিহতের পরিবারের বরাত দিয়ে হোসনে আফরোজ জানান, জেএসসি পরীক্ষার ফল পাওয়ার পর মুন্নি জানতে পারে যে সে পরীক্ষায় ফেল করেছে। এর পর থেকে স্বভাবতই তার মন খারাপ ছিল। একা একা ঘরে বসে থাকত। কারো সঙ্গে তেমন কথা বলত না। গত রাতে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গতকাল দিবাগত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।