এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালীতে নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিকের শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে
খুশির বারতা নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নোয়াখালীতে বই বিতরণ
উৎসব’২০১৭ শুরু হয়েছে। রোববার (০১ জানুয়ারি) জেলার প্রাথমিক ও
মাধ্যমিক পর্যায়ের দুইটি আলাদা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবকদের
অংশগ্রহনে এ বই বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক
বদরে মুনির ফেরদৌস। দুপুরে প্রাথমিক পর্যায়ে বই বিতরণ উৎসবে জেলার
সদর উপজেলার নুরজাহান মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম সালাউদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস। এসময়
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল
ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী,
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির, মো.
শাহিনুল ইসলাম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ।
এদিকে, সকালে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসবে জেলা শহর মাইজদীতে
নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁঞার
সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো আজিজুল
হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, কালামুন্সী
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন বিএসসি প্রমুখ। জেলা
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৭ সালে জেলার সব
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩ লাখ ৯০ হাজার শিক্ষার্থী মাঝে বই বিতরণ
উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হবে।