মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান:
রবিবার নাটোরের লালপুর উপজেলার প্রথামিক ও
মাধ্যমিক বিদ্যালয় সমুহে বই বিতরণ উৎসব পালিত
হয়েছে । বছরের শুরুতেই বিদ্যালয়ের কমল মতি ছাত্র
ছাত্রীরা নতুন বই হাতেপেয়ে উৎসাসিত হয়। লালপুর
মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লালপুর পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়ে নাটোর -১(লালুপর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল
কালাম আজাদ আনুষ্ঠানিক ভাবে বই বিতরণের
মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লালুপর উপজেলা চেয়ারম্যান
হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু ওবায়েদ,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন
ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
আসাদুরজ্জামানপ্রমুখ। এদিকে ওয়ালিয়া সরকারী
প্রাথিমিক বিদ্যালয়, ওয়ালিয়া হাকিমুন্নেছা
বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও ওয়ালিয়া উচ্চ
বিদ্যালয়ে ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর
রহমান(মাষ্টার) আনুষ্ঠানিক ভাবে বই বিতরণের
মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
এসময় ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ
বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, ওয়ালিয়া
ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, ওয়ালিয়া
ইউনিয়ন সেচ্ছসেবক লীগের সহ-সভাপতি শরিফ
আহম্মেদ উপস্থিত ছিলেন ।