এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : নতুন বইয়ের মৌ মৌ গন্ধে শিক্ষার্থীরা উৎফুল্ল। ফিরে এসেছে তাদের মাঝে প্রাণ চাঞ্চল্য। বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই সাথে মিষ্টি, রজনীগন্ধা ফুল দিয়ে উৎসাহিত করা হয়েছে। তবে এখনো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সব বই পৌঁছেনি।
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। এরপরে তিনি পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্ধোধন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা প্রনব কুমার রায়।
চলতি বছরে উপজেলা ১৬ ইউনিয়ন ও পৌর সভার ৬৪ টি মাধ্যমিক স্তরে ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬ সেট, ৬২ টি দাখিল মাদ্রাসায় ১ লক্ষ ৫৯ হাজার ৪১২ সেট, এবতেদায়ী শাখায় ৬৪ হাজার ৩১০ এবং ভোকেশনাল মাদ্রাসায় ৮ হাজার ৪৮০ সেট, প্রাথমিক স্তরের ৩৪৩ টি বিদ্যালয় ৪৯ হাজার ৪৯৪ সেট বই বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। ফকিরহাটে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের উদ্ভোধন বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘর পরিবেশে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন উৎসব গতকাল রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সকালে বেতাগা ইউনিয়নের মাসকাটা-ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন বকুলের উপাস্থপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিনা আক্তার ও বেতাগা মডেল ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা প্রমুখ। এর পূর্বে বেতাগা মডেল ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামবাগাত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ বই বিতরন উৎসব অনুষি।ঠত হয়েছে।