বিশেষ প্রতিনিধিঃ
ডাটাবেজ সফট কোম্পানীর কেক কাটার মাধ্যমে শুভ
উদ্ভোধন করেন গত নভেম্বর মাসে, শ্যামলী রূপায়ন টাওয়ারে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আই.সি.টি মিনিস্টার জোনায়েদ আহমেদ পলক। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদুত
বার্নিকাট। এবং ডাটাবেজ সফট কোম্পানীর ম্যানেজিং
ডিরেক্টর মাহবুর জামান এবং সি.ও এস মঞ্জুরুল আহমেদ ও
এস আর ডাইরেক্টার ডিল আফরোজা বেগম। আরোও উপস্থিত
ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির মিরপুর কাফরুলের সদস্য
সচিব ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ কচি প্রমুখহ।