অনলাইন ডেস্কঃ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এখন থেকে আর নাস্তিক নন। তিনি তাঁর ধর্ম খুঁজে পেয়েছেন! সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে তিনি তাঁর তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
জাকারবার্গ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, তিনি বড়দিন উদযাপন করছেন। সেখানে তিনি তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, পোষা কুকুর ম্যাক্সের নাম উল্লেখ করে তাদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তাঁর স্ট্যাটাসে একজন মন্তব্যকারী তাঁকে প্রশ্ন করেছেন, আপনি নাস্তিক নন?
জাকারবার্গ নাস্তিকতাবাদে বিশ্বাসী ছিলেন। কিন্তু বড়দিনে তিনি ফেসবুকে লিখেছেন, ‘একটা সময় ছিল যখন আমার নানা প্রশ্ন ছিল। কিন্তু আমি এখন বিশ্বাস করি যে ধর্ম খুব গুরুত্বপূর্ণ।’ তবে তিনি কী বিশ্বাস করেন এমন প্রশ্নের উত্তর দেননি জাকারবার্গ।