ক্রীড়া প্রতিবেদকঃ
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে দারুণ খেলা দলটি সেমিফাইনালে উঠেও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। শেষ চারের এই ম্যাচে মালদ্বীপকে এক রকম বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে সাবিনা-স্বপ্নারা।
ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশে দ্বিতীয়ার্ধে ছিল আরো উজ্জ্বল। তাই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
এই ম্যাচে জিতে প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। অবশ্য এর আগে শেষ চার থেকেই বিদায় নিয়েছে তারা।
ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার করা গোলে। ২৩ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে স্বপ্না তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আর অন্য গোলটি আসে নারগিস খাতুনের পা থেকে।
এর আগে আসরের ফাইনালে পৌঁছেছে ভারত। প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে।
ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দু রানি। ৮৩ মিনিটে সাস্মিতা মালিক নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। এর আগে ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারি নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন।