এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে দেড়শতাধিক শীতার্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লখপুর গ্র“পের ব্যাবস্থাপনা পরিচালক ও ইউপি চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব এসএম আবুল হোসেনের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মহিলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা বেগম লতা, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এম,ডি, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য আব্দুল বাতেন ভুইয়া, আলী আহম্মদ শেখ, রেজাউল করিম, মোঃ মিলন, ফিরোজ খান, মোঃ বজলুর রহমান মোড়ল, হারুন অর রশিদ, মোঃ মোতালেব মোড়ল, আরিদ শেখ, সংরক্ষিত সদস্যা শিল্পি বেগম ও খুকুমনি বেগম। সভা শেষে ৯টি ওয়ার্ডের দেড়শতাধিক শীতার্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়।