সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিরল প্রজাতির বন্য প্রানী
জনতার হাতে ধরা পড়েছে। প্রানীটি দেখতে অনেকটা বেজিঁর
মত,কুচকুচে কাল,লম্বায় প্রায় সাড়ে ৪ফুট। এমন প্রানী এর
পূর্বে কেউ দেখেনি। আজ সোমবার সকালে উপজেলার উত্তর বড়দল
ইউনিয়নের ব্রাম্মনগাওঁ গ্রামের চাঁন মিয়ার ছেলে আবু বক্কর
তার বাড়ির চাউ গাছে এই বিরল প্রজাতির বন্য প্রানীটি দেকতে
পায়। এই খবর স্থানীয় লোকজনের মাঝে জানাজানি হলে সবাই
প্রানীটিকে দেখতে ছুটে আসে। পরে সবাই একত্রিত হয়ে
প্রানীটিকে ধরার চেষ্টা কররে ঐ প্রানীটি দিকবিদ ছুটাছুটি
করায় ঘন্টা খানেক চেষ্টা পর আহত অবস্থায় আঠক করে লোকজন। খবর
পেয়ে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর,ওসি তদন্ত
আসাদুজ্জামান হাওলাদার,বাদাঘাট পুলিশ ফার্ড়িও এসআই পরিমল
সরকার,দলইড়গাঁও বিট র্কমকর্তা মোঃ সাইফুল ইসলাম,ইউপি
চেয়ারম্যান আবুল কাশেম ও স্থানীয় লোকজন আসেন। পরে তাদের
উপস্থিতিতে বিট কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রানীটিকে
নিয়ে যান। তিনি জানান,এই প্রানীটি খুবেই বিরল প্রজাতির
তাই এই প্রানীটিকে আঠকের সময় ব্যাথা পেয়ে থাকতে পারে
তাই ব্যাথা নাশক বেকসিন দেওয়া হয়েছে। আমরা এই
প্রানীটিকে চিনতে পারছিনা। সিলেট থেকে আমাদের
কর্মকর্তাগন আসছেন তারা এই বিরল প্রানীটির বিষয়ে
সিদ্ধান্ত নিবেন। এই প্রানীর জন্য যুগপোযুগী বড় বন
লাউয়াছড়া বা অন্য কোন বনে উধর্বতন কর্মকর্তাদের মাধ্যমে
বনে অবমুক্ত করা হবে।