মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান:
“সমাজসেবার উদ্ভাবন,সেবায় এবার ডিজিটাইজেশন” এই প্রতিপাদ্য
নিয়ে সোমবার নাটোরের লালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে
। সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্ব্যোগে বর্নাঢ্য
র্যালি বের হয় র্যালিটি বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত
হয় । সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক
ইসাহাক আলী, উপজেলা সমাজসেবা অফিসার মাসুমা হাসনাত, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান শামসুনাহার পারুল, গোপালপুর অষ্টিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক শিমানুর রহমান, বিশিষ্টা সমাজাসেবক আনোয়ারা
ফাউন্ডেশনের পরিচালক কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য
আব্দুস সাত্তার হিরুপ্রমুখ ।