ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবের ইউপির কুলবাড়িয়া গ্রামে গত ৩১শে
ডিসেম্বর সকালে কুলবাড়িয়া ১৮ নং মৌজার ৩৪২ খতিয়ানের ৫৮২
দাগের ৩ একর ২৯ শতক জমি জাল দলিল প্রস্তুত করে জোর পূর্বক দখল
করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পতিপক্ষের
হামলায় ইদবার বার (৪৫), মিলন (৩০), ও আজিজার (৬০) কে মারাত্বক জখম
করে আহত করা হয়েছে। আহতরা মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীর
রয়েছেন।
জানা যায়, কুলবাড়িয়া ১৮ নং মৌজার এস এ খতিয়ানের মালিক
মকসেদ আলী, তার ওয়ারিশ সূত্রে কন্যা বাছিরন নেছা মালিক হয়ে
দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছিল। পতিপক্ষ সাইদুল গং জাল দলিল
প্রস্তুত করে বেশ কিছু দিন যাবৎ জোর পূর্বক জমি দখল করে রাখে।
প্রকৃত জমির মালিক বাছিরন নেছা বাদী হয়ে জাল দলিল প্রস্তুতকারীদের
বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে । মামলার পরি-পেক্ষিতে ১৪৬/১৪ নং
মোকাদ্দমায় জাল দলিল বাতিল করে বাছিরনের নামে ডিগ্রী হয়। উক্ত
ডিগ্রীর নাম পত্তন ও খারিজ সহ ভোগ দখলে থাকা অবস্থায় হঠাৎ করেই
চিহ্নিত সন্ত্রাসী সাইদুল ,সাত্তার, সিরাজ সহ ৭/৮ জন ব্যক্তি পেশী শক্তির
বলে জোর পূর্বক জমি দখল করতে গেলে সংঘর্ষ সৃষ্ঠি হয়।
এ ব্যাপারে মহেশপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ মহেশপুর থেকে ঃ