নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি মিশন শুরু হবে মঙ্গলবার। নেপিয়ারে প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবারের সফরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থ টাইগাররা। তবে এই সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে মাশরাফিদের সামনে।
যদিও ক্রিকেটের ছোট ফরম্যাটে অতীত স্মৃতিও সুখকর নয় বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত কিউইদের সঙ্গে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের ৪টিতে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
যার মধ্যে ২০১০ সালে প্রতিপক্ষের ঘরের মাঠ সেডন পার্কে একমাত্র টি-টোয়েন্টিতেও পরাজয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। এই পরিংসখ্যানটা এবার পাল্টে দেয়ার পালা টাইগারদের। তাই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় মাশরাফিরা।
প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইক রক্ষক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম।