নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর গুলশান-১ এ সিটি করপোরেশন মার্কেটের আগুন বৈদ্যুতিক ত্রুটি থেকে হতে পারে বলে মনে করছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, আগুন অনেক উৎস থেকেই লাগতে পারে। তদন্ত শেষে তা জানা যাবে। তবে মনে হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে এর সূত্রপাত। এখানে দাহ্যপণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
মেয়র বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আপ্রাণ চেষ্টা হচ্ছে তা নিয়ন্ত্রণের। রাত আড়াইটা থেকে আমাদের ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।