নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘চিন্তা, মননশীলতা ও দক্ষতার জন্য আজ তাঁর (শেখ হাসিনা) জনপ্রিয়তা শুধু দেশে নয়, অভ্রভেদী। এ জনপ্রিয়তার জন্যই একটি মতলবি মহল তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। ২০তম ষড়যন্ত্র হলো বিমানে যান্ত্রিক ত্রুটি।’
‘কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে যে, ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৬ সালের শেখ হাসিনা এক নয়; বরং হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে ঠেকানো যাবে না’, যোগ করেন ওবায়দুল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। কোনোভাবে মনে করার কারণ নেই যে, তারা শেষ হয়ে গেছে। তারা প্রতিনিয়ত ডালপালা গজাচ্ছে। এর প্রমাণ হলি আর্টিজানের পর কল্যাণপুর ও আশকোনার ঘটনা। সুতরাং পুলিশি এ অভিযানে সন্তুষ্ট না থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল বলেন, ‘দলের মধ্যে কেউ বিপথগামী হলে সংশোধন করা হবে। সংশোধন করা সম্ভব না হলে তাঁকে দল থেকে বের করে দেওয়া হবে। গুটিকয়েক কর্মীর জন্য শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে দেওয়া যাবে না।’
সমাবেশ চলাকালে যেন সাধারণ জনগণের চলার পথে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক করে ওবায়দুল বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কিছু করা যাবে না।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।