সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে ভয় পায়, তাই বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না।
আজ শুক্রবার ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভায় মির্জা ফখরুল বলেন, কাল সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিলেও আপত্তি নেই বিএনপির।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে শনিবারের সমাবেশ নিয়ে মহানগর বিএনপির যৌথসভায় বিএনপি নেতারা বলেন, সংঘাত এড়াতে ৫ জানুয়ারিতে ঢাকায় কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। বরিশালে বিএনপির মিছিলে ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তাঁরা অভিযোগ করেন, রাজনীতিকে সংঘাতের দিকে নিতে চায় সরকারই। আর বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ এক দিকে গণতন্ত্র বিশ্বাস করে না। অন্যদিকে তারা জানে, একটা সুষ্ঠু নির্বাচন দিলে কোনো দিনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবে না। তারা জনগণকে ভয় পায়। ভয় পায় বলেই তারা এই জনসভা, মিছিল এসব তারা করতে দিতে চায় না। জনগণের উত্তাল যে তরঙ্গ রোষ সেটা তারা দেখেছে, তারা ভয় পায়। বন্ধুগণ, আমাদের সেই জনগণের সমর্থক হতে হবে। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা যাবও না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আমাদের রাজনৈতিক লক্ষ্যে এগিয়ে যাব।’
উন্নয়নের নামে ক্ষমতাসীনরা লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দুর্নীতিতে কালো টাকার পাহাড় তৈরি করেছে। শেয়ার মার্কেট ধ্বংস করেছে। ব্যাংকগুলোকে লুট করে সমস্ত টাকা নিয়ে চলে গিয়ে আপনারা বিরাট পাহাড় গড়ে তুলছেন। আজকেও খবর আছে ইসলামী ব্যাংক তারা নিয়ে নিয়েছে। আজকে কোনোদিন দেখব যে বাংলাদেশ ব্যাংক তারা তাদের দলীয় লোকের আওতায় নিয়ে নিয়েছে।’