রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি মার্কেট ভবন ২০১০ সালেই পরিত্যক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেখানে অবৈধভাবে তিন-চারতলা দোকান তোলা হয়েছে। যাঁরা ওই সব অবৈধ দোকান তুলেছিলেন ও সেখান থেকে টাকা তুলেছেন, তাঁরাই অগ্নিকাণ্ড নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট আজ শুক্রবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আনিসুল হক।
এদিকে আগুনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আজ সমাবেশ করেছেন মার্কেটের ধসে যাওয়া অংশের ব্যবসায়ীরা। আর পাকা মার্কেটের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। তবে আগুনে পোড়া ও ধসে পড়া ভবনের স্তূপ অপসারণে ভারী যন্ত্রপাতির পাশাপাশি অনেক সময়ের দরকার হবে বলে জানায় ফায়ার সার্ভিস।
ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করেছি। তিনি এখানে আমাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করার কথা বলেছেন।’
ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী বলেছেন, ‘আমরা তিনটা প্রস্তাব দিয়েছি। তবে আমরা আজ থেকেই দোকান চালু করব।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘কিছু ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া উড়ছে। ভবনের ভেতরে মালামালও আছে। কী কারণে আগুন লেগেছে তা জানতে সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।