স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও কেন এই বিল্ডিং ধসে পড়ল তা আমরা খুঁজে দেখছি। এখানে যদি কারো গাফিলতি থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো তদন্ত কমিটি গঠন করা না হলেও অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। কীভাবে ব্যবসায়ীদের ক্ষতি কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা ঘুরে দেখেন মন্ত্রী। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রীকে অবগত করেন।
গত সোমবার দিবাগত রাতে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। পরদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার দাবি করে ফায়ার সার্ভিস। কিন্তু এরপরও ক্ষতিগ্রস্ত মার্কেটের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখা গেছে। ওই ঘটনার পর থেকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, কেউ নাশকতা করে আগুন লাগিয়েছে। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তা নাকচ করে আসছেন।