নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ের
লাভরাপাড়া এলাকা থেকে শীর্ষ মাদক ব ̈বসায়ী ইদিধস আলী ওরফে ইদিকে গ্রেফতার
করেছে পুলিশ। শুμবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুμবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ
থানার এএসআই জাহিদের নেত…ত্বে একদল পুলিশ ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ের
লাভরাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ লাভরাপাড়া এলাকার একাধিক
মামলার আসামী ভাগিনা সেলিমের সহযোগী শীর্ষ মাদক ব ̈বসায়ী ইদিধস আলী
ওরফে ইদিকে গ্রেফতার করে। গ্রেফতারক…ত শীর্ষ মাদক ব ̈বসায়ী ইদিধস আলী ওরফে
ইদি দুইটি মাদক মামলার ওয়ারেন্টভু৩ পলাতক আসামী। সে ভুলতা ইউনিয়নের
পাড়াগাঁওয়ের লাভরাপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে।