রামগঞ্জ প্রতিনিধি : ঢাকাস্থ রামগঞ্জ উপজেলার কম্বল ব্যবসায়ী
শামছুল ইসলামের রহস্যজনক মৃত্যুর লাশ শনিবার উপজেলা শ্রীরামপুর
যুগী বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
সুত্রে জানান নিহত শামছুল ইসলাম ঢাকাস্থ বঙ্গ মার্কেটের
ব্যবসায়ী ছিলেন। ঢাকার কদমতলী থানার মদিনাবাগ নামক স্থানে
পরিবার নিয়ে তিনি একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় ওই বাসায় টয়লেটে শামছুল ইসলামের লাশ
দেখতে পেয়ে তার স্ত্রী চিৎকার করে। সংবাদ পেয়ে নিহতের স্বজনেরা
শামছুল ইসলামের লাশ দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর
গ্রামের বাড়িতে নিয়ে আসে। নিহত শামছুল ইসলামের মুখে ও
বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্র রয়েছে। নিহতের
ভগ্নিপতি আলী আহম্মদ শনিবার থানায় অভিযোগ করলে পুলিশ
নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে
প্রেরন করে।
থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান ময়না তদন্তে রিপোটের
ভিত্তিতে মামলা রুজু হবে।