মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুর জেলার খানসামা উপজেলা সদরে অবস্থিত ডিগ্রি কলেজটি জাতীয়করণের দাবিতে শনিবার (৭ই জানুয়ারী) সকাল ১১ টায় খানসামা বন্দর হতে ছাত্রলীগ নেতা রাকেশ গুহের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি প্রদক্ষিণ শেষে খানসামা বন্দর সুপার মার্কেট চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে। উক্ত সমাবেশে ৮ জানুয়ারী/১৭ অবরোধসহ আধা বেলা খানসামায় হরতালের ডাক দেন খানসামা সদর উন্নয়ন কমিটির সদস্য আব্দুল লতিফ রানা।
এ সময বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ রানা, উপজেলা ছাত্রলীগ নেতা রাকেশ গুহ, হাজ্জাজ বিন নসিব, মনিরুল ইসলাম সহ আরো ও অনেকেই।